মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহাীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪।
(০২ নভেম্বর শনিবার)সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে পাবর্ত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগের আয়োজনে বান্দরবান সদর উপজেলা প্রাঙ্গনে সমবায় সমাবেশের আয়োজন করা হয়, পরবর্তীতে সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিগণ জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকা পুলিশ সুপার ( ডিএসবি) মো: ছালাহ উদ্দিন,সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক এম.এম শাহ্ নেয়াজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন,সাংবাদিক কৌশিক দাশ, সাংবাদিক মুহাম্মদ আলী।
বান্দরবান বেতার উপস্থাপক বীণা পানি চক্রবর্তী উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো: জাবেদ মীরজাদা, সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর নির্বাহী সদস্য মো: নেজাম উদ্দিন চৌধুরী, লেমুঝিরি আগাপাড়া মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি ম্রা উ মারমা, উদালবনিয়া চাকরিজীবি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মং সুইপ্রু চৌধুরী।
সফল সমবায় সমিতির সম্মাননা ক্রেস্ট সনদপত্র গ্রহণ করেন বান্দরবান সদর মাইক্রোবাস জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লি: সাধারণ সম্পাদক মো: নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: নির্বাহী সদস্য ও কানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক রাজীব চৌধুরী, সুয়ালক মাঝের পাড়া রাস্তার মাথা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক আশুতোষ সেন।
এছাড়াও সমবায় সমাবেশে অংশ গ্রহণ করেন ৪নং সুয়ালক ইউনিয়ন টমটম অটোরিকশা ইজিবাইক মালিক সমবায় সমিতি লি: বান্দরবান ম্রো কল্যাণ সমবায় সমিতি লি: সুয়ালক লামা রোড টমটম ইজিবাইক মালিক সমবায় সমিতি লি:, সম্প্রীতি যুব সমবায় সমিতি লি:, বান্দরবান সুপার বাইক টমটম চালক কল্যাণ সমবায় সমিতি লি:।
প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন,
সরকারি নীতিমালা অনুসরণ করে যেসব সমিতি পরিচালিত হয় সেই সীমিত গুলো কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পক্ষে থেকে কম্পিউটার প্রদান করা হবে।
অনুষ্ঠানের সভাপতি বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম বলেন, সবাই মিলে যদি একত্রিত হয়ে সমবায় সমিতির মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নে চেষ্টা করি তাহলে খুব সহজে বৈষম্যহীন বাংলাদেশ বেকার মুক্ত হবে।
আপনার মতামত লিখুন :