মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ২৭/০৪/২৪ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সমায় ওয়ারেন্ট অফিসার মোঃ আবদুল হাদী (অবঃ) সভাপতি সেনাপল্লী পটুয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে সেনাপল্লী মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিভিন্ন এলাকা হতে প্লোটের অংশিদারগণ তাদের দাবি নিয়ে উপস্থিত হন।
তারা দাবী করেন প্লট প্রদানের প্রক্রিয়া হতে ১৬ বছরের আধিক সময় অতিবাহিত হলেও প্লট সমূহ বুঝে পাছেনা।
ইতিমধ্যে অংশিদারদের মধ্য হতে ৩১ জন মৃত্যুবরন করেছেন এবং বেশ কয়কজন বার্ধক্যজনিত কারনে ও আন্যান্য রোগে আক্রান্ত হয়ে ঘড়ে আছেন। তাদের পক্ষ হতে তাদের স্ত্রী – পুত্র /ও কন্যারাও বর্নিত সভায় আংশগ্রহন করে সল্প সমায়ের মধ্যে প্লট বুঝে পাবার দাবি জনান।উপস্থিত সেনাপল্লী পটুয়াখালীর সকলের দাবি একটাই জরুরি ভিত্তিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্লট সমূহ যেন তাদেরকে বুঝিয়ে দেয়া হয়,এজন্য শেখ হাসিনা সেনানিবাসের মাননীয় জিওসি /এরিয়া কমান্ডার মহোদয় এবং মাননীয় সেনাবাহিনী প্রধানের নিকট জোর দাবী জানায় সকাল সদস্যরা।
আপনার মতামত লিখুন :